| বিকাল ৩:৩৮ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে ৬ দফা দিবস উদ্‌যাপনে বঙ্গবন্ধু পরিষদের প্রস্তুতি সভা

 

আমিনুল ইসলাম বাবুল : ১৭ এপ্রিল, রোববার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাঙালির মুক্তির সনদ ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে এক মতবিনিময় ও প্রস’তি সভা েআজ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম। এ সময় মো. আবুল হাশেম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্বরূপ। ৬ দফা দাবি বাঙালির মুক্তির সনদ।
তিনি আরও বলেন, ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধুর আহবানে ৬ দফা বাসত্মবায়নের দাবিতে সারা দেশে হরতাল পালিত হয়। সেদিন শহীদ হন মনো মিয়া। তাই,৭ জুন দফা দিবস।
৬ দফা দিবস পালন উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোসত্মফা কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুলের সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় উপসি’ত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. ফখরম্নল ইসলাম ভূঞা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আ. জলিল ভূঞা, দুলাল চন্দ্র সরকার, আলী হায়দার আহম্মদ, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কদ্দুছ ভূঞা, মো. সোহরাব উদ্দিন ভূঞা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরম্নজ্জামান ভুঞা কাঞ্চন, সাংস্কৃতিক সম্পাদক এড্‌ভোকেট জেসমিন আক্তার মনি, প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফখরম্নল ইসলাম, কোষাদক্ষ মো. সারোয়ার আলম খান ফেরদৌস। সম্মানিত সদস্য তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিড়্গক মোঃ জিলস্নুর রহমান ও মোঃ আব্দুল কাদির প্রমুখ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৩ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫