| রাত ১:৩১ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল শুক্রবার,

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আদিবাসী কিশোরীকে ধর্ষণ করার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)।   আজ শুক্রবার দুপুরে শহরের সি কে ঘোষ রোড ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয পরিষদের সাবেক সভাপতি পলাশ রেমা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদর চেয়ারম্যন হিলে­াল নকরেক, গারো স্টুডেন্ট ইউনিয়ন শহর শাখার সভাপতি বানৃাড হাজং প্রমুখ।
Myn-Adibashi-02বক্তারা অবিলম্বে কিশোরীর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একই সাথে বর্ষবরনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের উপর যৌন হয়রানীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মণিপুরি আদিবাসী নারীকে শ­ীলতাহানীর তীব্র নিন্দা এবং শাস্তি দাবি করেন।

উলে­খ্য, গত ৪মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক গারো আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে কান্দাপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শামছুল হক। পরে ধর্ষিতার মা বাদি হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৮ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫