| সকাল ৭:৫৬ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৫, ভারতে ১৭

অন লাইন ডেস্ক, ১৩ মে ২০১৫, বুধবার:

নেপালে গতকাল স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে নিহতে সংখ্যা বেড়ে ৬৫ জনে উন্নীত হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯২৬ জনে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) দেয়া তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৩। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধকল সর্বশেষ হতাহতের এ পরিসংখ্যানটি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উত্তর ও পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। নেপালের সীমান্ত-সংলগ্ন বিহার ও উত্তর প্রদেশে নিহতের সংখ্যা ১৭ জনে উন্নীত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও এনডিটিভি। এদিকে ভূমিকম্পের সময় মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারও নিখোঁজ হয়। এর আগে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেড় শতাধিক পরাঘাত (আফটার শক) আঘাত হানে নেপালে। তাতে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হন। নিহতের সংখ্যা এখনও বাড়ছে। এরই মধ্যে আরেকটি বড় ধরনের পরাঘাতে ফের বিপর্যস্ত নেপাল। আতঙ্কগ্রস্ত অবস্থায় রাস্তায়, মাঠে বা তাঁবুতে রাত কাটাচ্ছেন নেপালের বাসিন্দারা।

সর্বশেষ আপডেটঃ ৪:২২ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫