| সকাল ১১:৩৬ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় ভূমিকম্পে বিদ্যালয়ে ফাটল, শিক্ষার্থী আহত

নেত্রকোনা প্রতিনিধি : জেলা সদরসহ বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যালয়ের দেয়ালে ফাটল ও এক শিক্ষার্থী আহত হয়েছে।
জেলা সদরসহ জেলার দকলমাকান্দা, দুর্গাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় দুপুর ১টা ১০মিনিটের দিকে প্রায় এক মিনিট স্থায়ী মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে জেলার বিভিন্ন এলাকায় জরাজীর্ন ভবনে ফাটল দেখা দেয়। সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপরের ও সীমানা দেয়াল এবং বিমে ফাটল দেখা দেয়। জেলার কলমাকান্দার বেনুয়া চানকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়েও ফাটল দেখা দেয় এবং সীমানা দেয়াল ধ্বসে পড়ে। ছুটাছুটি করে বের হতে গিয়ে বেনুয়া চানকোনা গ্রামের আলতু মিয়ার মেয়ে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার আহত হয়েছে। তাকে স’ানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩১ অপরাহ্ণ | মে ১২, ২০১৫