| রাত ৪:২২ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রথম বলেই আমিরের উইকেট

অন লাইন ডেস্ক, ১২ মে ২০১৫, মঙ্গলবার:

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে প্রথম বলেই উইকেট নিলেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের দায়ে প্রায় পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর গতকাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথমবারের মতো খেলেন এ পাকিস্তানী পেসার। পাকিস্তানের টি-টোয়ন্টি কাপে গতকাল তার দল রাওলপিন্ডি র‌্যামস ৬ উইকেটে হারিয়েছে অ্যাবোটাবাদ ফ্যালকন্সকে। অ্যাবোটাবাদের ১০৯ রানের জবাবে রাওলপি ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিপক্ষকে অল্প রানে বেধে ফেলার নায়ক ছিলেন ২৩ বছল বয়সী পেসার মোহাম্মদ আমির। এদিন তিনি ১৩ বলে ১৫ রান নিয়ে ২ উইকেট শিকার করেন। ইনংসের দ্বিতীয় ওভারে পাঁচ বছর পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে বল হাতে আসেন আমির। প্রথম বলটিই ওয়াইড দেন তিনি। কিন্তু দ্বিতীয় বল অর্থাৎ প্রথম সঠিক বলেই সাজ্জাদ আলীর অফ স্টাম্প উড়িয়ে দেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারও ওয়াইড দিয়ে শুরু করেন। ওই ওভারে ৭ রান দিয়ে কোন উইকেট পান নি। কিন্তু ইনিংসের ১৯তম ও ব্যক্তিগদ তৃতীয় ওভারের প্রথম বলেই অ্যাবোটাবাদের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ নাসিককে ফেরান তিনি।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাঁচ বছর নিষিদ্ধ হন তিনি। তবে ভাল অচরণের কারণে তার শাস্তি কিছুটা হ্রাস করায় গত মাসেই নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | মে ১২, ২০১৫