| ভোর ৫:২১ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতিসংঘে নারী নেতৃত্বের সময় এসেছে

অনলাইন ডেস্ক | ৭ মে ২০১৫, বৃহস্পতিবার:

জাতিসংঘ মহাসচিব হিসেবে আগামী বছর অর্থাৎ ২০১৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হবে বান কি-মুনের। তিনি বলেছেন, জাতিসংঘে নারী নেতৃত্বের সময় এসেছে। মহাসচিব বলেন, তিনি মনে করেন একজন নারীর মহাসচিব নির্বাচিত হওয়ার যথার্থ সময় এটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। জাতিসংঘের সংবাদ-সম্মেলনে মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক গতকাল এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে বলেন, ৭০ বছরের পুরনো এ সংগঠনটিকে নেতৃত্ব দানের ক্ষেত্রে পরবর্তী উত্তরসূরি কে হবেন, তা বান কি-মুনের হাতে নেই। তিনি বলেন, মহাসচিব নির্বাচনের ব্যাপারে মহাসচিব তার কোন মতামতও দেবেন না। তবে অবশ্যই, একজন নারী মহাসচিবের সময় হয়ে এসেছে। ফারহান হক বলেন, বান কি-মুন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পর্যায়ের প্রভাবশালী নারী ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু, পরবর্তী মহাসচিব হওয়ার ক্ষেত্রে তিনি তাদের সহযোগিতার বিষয়টি তার হাতে নেই। ২০০৭ সালের জানুয়ারি মাসে জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন বান কি-মুন। ২০১১ সালের জুন মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ তাকে পুনঃনির্বাচিত করে। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি জাতিসংঘ প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫