| দুপুর ১২:৩৪ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইউজিসির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

অনলাইন ডেস্ক| ৬ মে ২০১৫, বুধবার,|

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল মান্নান। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হলো। আজ প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য আবদুল হামিদ এই নিয়োগাদেশে সই করেন। এরপর বিকালে শিক্ষা মন্ত্রণালয় তার নিয়োগের পরিপত্র জারি করে। বর্তমান চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরী মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ১২তম চেয়ারম্যান হিসেবে এই চেয়ারে বসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি। অধ্যাপক আবদুল মান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আগামীকাল নতুন চেয়ারম্যান পদে যোগ দিবেন বলেও জানান তিনি।
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ  কে আজাদ চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। ৭ মে (বৃহস্পতিবার) চেয়ারম্যান পদে আজাদ চৌধুরীর নিয়োগের মেয়াদ  শেষ হবে। নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ  থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপণা বিভাগে প্রভাষক পদে যোগ দেন আবদুল মান্নান। চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | মে ০৬, ২০১৫