| দুপুর ২:৪৪ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে দুই রাউন্ড গুলিসহ পাইপগান উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে গ্রেফতারকৃত এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যের রিমান্ডে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দুই রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে।  মঙ্গলবার ভোরে সদর থানার এসআই মিজানুল হক ও এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর গ্রামে আসামি আশরাফুল ইসলাম রম্নবেলের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে লাকড়ির নীচ থেকে দুই রাউন্ড কার্তুজসহ পাইপগানটি উদ্ধার করে। এর আগে গত ২৫ এপ্রিল শহরের শহীদি মসজিদ এলাকা থেকে আশরাফুল ইসলাম রম্নবেলকে (৩০) চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সে দরবারপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃত রম্নবেল আনত্মঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যনত্ম আনত্মঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার ও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে তিন দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:২৮ অপরাহ্ণ | মে ০৫, ২০১৫