| রাত ৩:১০ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিশু মৃত্যু রোধ কল্পে ময়মনসিংহে গ্লোবাল ইউক এক্যাশান ক্যাম্পেইন উদ্বোধন

শাহ আলম উজ্জ্বল:
শিশু মৃত্যু রোধ কল্পে ময়মনসিংহে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে গ্লোবাল ইউক এক্যাশান ক্যাম্পেইন আজ সোমবার উদ্বোধন করা হয়েছে।
বে-সরকারী সংগঠন ওয়াল্ডভিশনের উদ্যোগে আজ সোমবার সকালে কাচিঁঝুলিতে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে গ্লোবাল ইউক এক্যাশান ক্যাম্পেইন উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ.ন.ম.ফয়জুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াল্ডভিশনের ম্যানেজার চৈতালী রেমা ও ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত প্রমুখ।
সারা বিশ্বে ৫ বছরের নীচের ৬০ লক্ষাধিক শিশু প্রতি বছরে প্রতিরোধ ও চিকিৎসা যোগ্য রোগে মারা যাচ্ছে এবং বাংলাদেশে পাচঁ বছরের কম বয়সি শতকরা ৬০ ভাগ শিশু মৃত্যু হয় জন্মের প্রথম মাসে আর শতকরা ২৬ ভাগ শিশু মারা যায় অপুষ্টির কারনে বলে বক্তারা জানিয়েছেন।
বক্তারা বলেন প্রতিরোধ যোগ্য শিশু মৃত্যু নিমূল করতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্লোবাল ইউক এক্যাশান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়াল্ডভিশন বাংলাদেশে ২৫ লক্ষাধিক জনসাধারনকে সচেতন করার উদ্যোগ গ্রহন করেছে। ####

সর্বশেষ আপডেটঃ ৫:৩৮ অপরাহ্ণ | মে ০৪, ২০১৫