| সকাল ৭:১৯ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেপালে ভূমিকম্পে আহত রুনা

২৭ এপ্রিল ২০১৫, সোমবার:

নেপালে ভূমিকম্পে আহত হয়েছেন সেসময় সেখানে অবস্থানরত দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। শনিবার নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর অনেক সময় পর্যন্ত দেশের কারও সঙ্গে এ অভিনেত্রী যোগাযোগ করতে পারেননি। কারণ, নেপালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শনিবার দুপুরে নেপালে যখন ভূমিকম্প হয় তখন রুনা খানসহ দেশের আরও কয়েকজন শিল্পী-কুশলী নাঙ্গরকোটে নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ইউনিটের অন্য সবাই ভাল থাকলেও হাঁটুর নিচে প্রচণ্ড আঘাত পেয়েছেন রুনা খান। হাতও কেটে গেছে তার। গতকাল সকালে নেপাল থেকে ভাইবারের মাধ্যমে আলাপকালে রুনা বলেন, ইউনিটের অন্য সবাই সুস্থ আছেন, ভাল আছেন। শুধু আমিই খুব আহত হয়েছি। নেপালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আমার পা ফুলে গেছে। ডাক্তার বলেছেন এক্সরে করতে হবে। কিন্তু নেপালে বিদ্যুৎ নেই। তাই এক্সরে করা যাচ্ছে না। এদিকে দেশে যাওয়াটাও এখন জরুরি। শুনেছি আজ (গতকাল) দুটো বিমান বাংলাদেশে যাবে। সেটাতে যেতে পারবো কিনা নিশ্চিত না। দেশবাসীর কাছে দোয়া চাই যেন ভালয় ভালয় আমরা দেশে ফিরতে পারি। রুনা খান আরও জানান, নেপালে ক্লাব হিমালয় রিসোর্টে উঠেছিলেন তারা। সেটিও ধসে গেছে। যদি সেখানে তারা থাকতেন তবে মারা যেতেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছেন। নেপালে যুবরাজ খানের নির্দেশনায় তিনটি নাটকের কাজে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও রয়েছেন নাটক তিনটির কয়েকজন কলাকুশলী, অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ, রাখি প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫