ময়মনসিংহে স্কুলছাত্রীর মোবাইলে অশ্লীল এসএমএস পাঠিয়ে কারাগারে যুবক

স্কুলছাত্রীর মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠানোর অপরাধে ময়মনসিংহের ফুলপুরে সোহেল রানা (৩৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শীতেষ চন্দ্র সরকার এ রায় দেন।
সোহেল রানা কিশোরগঞ্জ জেলার মৃত জমশেদ আলীর ছেলে। সে পৌরসভার সাহাপুর দক্ষিণ পাড়া এলাকায় তার বোনের বাড়িতে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। তিনি বলেন, এক স্কুলছাত্রীকে সোহেল রানা বেশ কিছু দিন ধরে ইভটিজিংয়ের পাশাপাশি মোবাইলে আপত্তিকর ছবি ও অশ্লীল এমএমএস পাঠিয়ে বিরক্ত করতো।
পরে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলে সোহেল রানাকে আটক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন। এসময় সোহেল রানা সবার সামনে তার অপরাধের কথা স্বীকার করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।