| রাত ১১:১৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনা টিকা নিয়ে ১৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

ময়মনসিংহসহ সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ১৬ জনসহ ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন এবং নারী ৪৪ হাজার ৫৮৩ জন।

 

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন এবং রংপুর বিভাগে ২৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে টিকা গ্রহণকারীরা জানিয়েছেন।

 

২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

সর্বশেষ আপডেটঃ ১২:১৬ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২১