| রাত ১২:১২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রতি জেলায় হবে সরকারি ইংরেজি মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়

দেশের সব জেলায় জেলায় ইংরেজি মিডিয়াম এর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

 

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যেক জেলায় একটি করে ইংরেজি ভার্সনের (মাধ্যম) সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করবে।

 

তিনি আরো বলেন, দেশে ৬৬ হাজারের কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে।

 

এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি মিডিয়াম স্কুলে লেখাপড়া করছে। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন নেয় এসব বিদ্যালয়। তাই সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি ভার্সনের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৮:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২১