| রাত ১১:০৮ - শনিবার - ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ৩রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে পেল ডলফিন, কেটে চর্বি বিক্রি !

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়া ডলফিনটি কেটে টুকরো টুকরো করেছে গ্রামের লোকজন। গত চারদিন ধরে ফেসবুকে ডলফিনটির কাটা অংশ ও জ্যান্ত ডলফিনের ছবি ভাইরাল হয়।

 

ছবিটি ভাইরাল হলে শনিবার (২৪ অক্টোবর) জেলার ঈশ্বরগঞ্জের ওই গ্রামে যায় প্রাণী, মৎস্য ও বন বিভাগের কর্মকর্তারা। এর আগে গত ২০ অক্টোবর উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরনওপাড়া গ্রামের যাদুয়ারচর এলাকায় ব্রহ্মপুত্র নদে ডলফিনটি ধরা পড়ে।

 

চরনওপাড়া এলাকাটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। চরটি নির্জন হওয়ায় ডলফিন ধরার পর জানাজানি হয় অনেক পরে।

 

স্থানীয়রা জানান, ডলফিনটি ধরার পরেই প্রচার হয় এর তেল বা চর্বি বেশ মূল্যবান। এর তেল বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সর্বোচ্চ ৬শ টাকা কেজি দরে বিক্রি হয়। এ লোভেই কয়েকজন জেলে গ্রামবাসীর সহযোগিতায় ডলফিনটি কেটে তেল (চর্বি) বের করে ফেলে।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল বলেন, বিষয়টি শুনেছি। ডলফিন একটি স্তন্যপায়ী প্রাণী। এটা মৎস্য খাতের আওতাধীন নয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।

 

ময়মনসিংহ জেলা সহকারী বনসংরক্ষক আবু ইউসুফ বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে। তবে, গণমাধ্যমে আমাদের মন্তব্য করা নিষেধ আছে বলে লাইন কেটে দেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১১:১৮ পূর্বাহ্ণ | অক্টোবর ২৫, ২০২০