| ভোর ৫:০৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহে অভিযান চালিয়ে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

 

সোমবার সকালে জেলার মুক্তাগাছার বানারপাড় কাশিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- হাবিব হোসেন, মোঃ সুজন ও হাবিবুর রহমান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

 

র‌্যাব-১৪, জানায়, মুক্তাগাছার বানারপাড় কাশিমপুর এলাকার জনৈক আব্দুল কাদেরের চা এর দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাইক্রোবাসে ফেন্সিডিল পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

ছবি – উদ্ধারকৃত ফেন্সিডিল

 

এ সময় তাদের কাছ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব-১৪ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

 

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় র‌্যাব-১৪ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

 

ছবিঃ সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ৯:১০ অপরাহ্ণ | জুন ২২, ২০২০