| সকাল ১১:৩২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে এক জানাজায় ১০ হাজার মানুষের ঢল

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহামারী করোনা ভাইরাসের মাঝে এক মসজিদের খতিবের জানাজায় ৫ ধাপে অন্তত ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। শারিরীক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে মানুষের ঢল নামে জানাজায়।

 

পরে প্রশাসনের অনুরোধে নির্ধারিত সময়ের আগেই ৫ ধাপে জানাজা অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন হয়।

 

বৃহস্পতিবার উপজেলার আঠারবাড়ি বাজারের বায়তুল আতিক মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আবদুল হাকিমের জানাজায় এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। বেলা আড়াইটায় তেলুয়াড়ি মসজিদ মাঠে তার জানাজার সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু, তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লোকসমাগম হতে শুরু করে।

 

বেলা ১ টার আগেই মানুষের ঢল নামে আঠারবাড়িতে। এ সময় নির্ধারিত সময়ের আগে জানাজা অনুষ্ঠিত করার অনুরোধ জানায় পুলিশ। জোহরের নামাজের পর অন্তত ৫ টি জামাতে ১০ হাজার লোক অংশ নেয় জানাজায়।

 

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করেই হাজার হাজার মানুষ তাতে যোগ দেয়। অনেকের মুখেই ছিল না মাস্ক। মানা হয়নি সামাজিক দূরত্ব। পরে জানাজার জন্য নির্ধারতি সময়ের আগেই তেলুয়ারি মসজিদের কবরস্থানে দাফন করা হয় হুজুরের মরদেহ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারবাড়ি বাজারের বায়তুল আতিক মসজিদের প্রতিষ্ঠাতা খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হাকিম (দাঃবাঃ) (৯০)। তিনি আঠারবাড়ি ছাড়াও আশপাশের উপজেলায় বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়মিত ইসলামি ওয়াজ করতেন।

 

সেগুলোতে সভাপতিত্বও করতেন তিনি। দীর্ঘ দিন ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করায় এবং বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে ওয়াজ করায় তার অনেক ভক্ত তৈরি হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় ওই হুজুর বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মারা যান।

 

আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন ধরে মসজিদটির খতিব থাকায় অনেক ছাত্র ও ভক্ত তৈরি হয় হুজুরের। তার মৃত্যুর খবর পেয়ে যানবাহন না চললেও চার দিক থেকে লোক সমাগম হতে শুরু করে। ৫ টি ধাপে অন্তত ১০ হাজার লোক জানাজায় অংশ নেয়। তিনি আরও বলেন ,আমাদের কিছুই করার ছিল না।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, চারদিক থেকে গ্রামের লোকজন জানাজায় অংশ নিতে আসতে শুরু করে। ওই সময় সবাইকে দূরে দূরে দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে বলা হয়।

 

এদিকে, ঈশ্বরগঞ্জ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত সোমবারও আঠারবাড়িতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | জুন ০৪, ২০২০