| সকাল ১০:১১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বৃদ্ধের আত্মহত্যা, স্ত্রী-সন্তান গ্রেফতার

লোক লোকান্তরঃ ময়মনসিংহে স্ত্রী ও সন্তানদের নির্যাতনে ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বুধবার ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

এই ঘটনায় ইদ্রিস আলীর স্ত্রী, এক ছেলে ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

 

ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুরে মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করে।

 

ওই বৃদ্ধের এক ছেলে মো. আজিজুল হক জানান, তার বাবা ইদ্রিস আলীকে তার মা সাফিয়া খাতুন (৫০), তার ভাই আলামিন (২৪) ও বোন বৃষ্টি আক্তার (১৮) শারীরিকভাবে নির্যাতন করতো।

 

ওদের নির্যাতনের কারণে তার বাবা নিজে রান্না করে পৃথকভাবে জীবনযাপন করে আসছিল। রোববারও তার বাবার ওপর ওরা ৩ জন নির্যাতন চালায়। এ কারণে মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করে।

 

এ ঘটনায় মো আজিজুল হক বাদী হয়ে তার মা, ভাই ও বোনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই বৃদ্ধের স্ত্রী, অপর এক পুত্র ও কন্যাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ১২:০১ পূর্বাহ্ণ | জুন ০৪, ২০২০