| ভোর ৫:১৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁও মেয়রের শ্বাসকষ্ট বাড়ায় কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে করোনা পজিটিভ রিপোর্ট আসায় নিজ বাসায় চিকিৎসারত ছিলেন।

 

স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মেয়র সুমন করোনার প্রাদুর্ভাবের সময় থেকে পৌরবাসীকে সংক্রমণ থেকে রক্ষা করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে করানো থেকে শুরু করে পাড়া-মহল্লায় প্রতিটি কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। সে একজন প্রকৃত জনপ্রতিনিধি ও করোনাযোদ্ধা। আশা করি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে দ্রুত আরোগ্য লাভ করে অবশ্যই আবার পৌরবাসীর সেবায় ফিরে আসবেন।

 

প্রঙ্গত, গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর-শরীর ব্যথায় ভুগছিলেন। মেয়র ইকবাল হোসেন সুমন সকলের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ পূর্বাহ্ণ | মে ২৬, ২০২০