| সকাল ১০:১০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের ঈদের দিন বেপরোয়া ভাবে মোটরসাইকেল রাইড, প্রাণ গেল দুই তরুণের

লোক লোকান্তরঃ  ঈদের দিন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অনিক (১৯) ও রিয়াদ (১৮) নামে দুই তরুণ ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আশিক (১৬) নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়েছে।

 

সোমবার দুপুর ২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের সৌদি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

 

নিহত অনিক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার গান্দার চর গ্রামের প্রবাসী হুয়ায়ুন কবিরের ছেলে ও রিয়াদ একই গ্রামের মোস্তফার ছেলে এবং আহত আশিক রাশিদ মিয়ার ছেলে। তারা গফরগাঁওয়ে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার গান্দার চর গ্রামের তিন তরুণ মোটরসাইকেল যোগে গফরগাঁওয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে ফিরে যাওয়ার সময় উপজেলার পাগলা থানাধীন সৌদি বাজার এলাকায় টাঙ্গাব ফাজিল মাদরাসার মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে।

 

এতে অনিক ও রিয়াদ নামে দুজন ঘটনাস্থলে মারা যায় এবং আশিক নামে একজন গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয় লোকজন পাগলা থানা পুলিশকে জানিয়ে আহত তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

 

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৬ পূর্বাহ্ণ | মে ২৬, ২০২০