| রাত ৪:৪১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ট্রাম্পপুত্রী ইভানকার ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

লোক লোকান্তরঃ   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার একজন ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের তিন কর্মকর্তা প্রাণঘাতী কোভিড-১৯ রোগে সংক্রমিত হলেন।

 

শনিবার গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের কন্যাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন ওই কর্মী। যদিও গত কয়েক সপ্তাহ ধরে তিনি তার কাছে ছিলেন না এবং গত দুই মাস ধরে টেলিযোগাযোগের মাধ্যমে ইভানকাকে সহায়তা করতেন।

 

তার শরীরে করোনার উপসর্গ দেখা না দিলেও অতিরিক্ত সতর্কতা থেকে পরীক্ষা করলে কোভিড-১৯ রোগে পজিটিভ আসে। শুক্রবার ইভানকা ও তার স্বামীর জারেড কুশনারের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

 

এর একদিন আগে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেসসচিব ক্যাটি মিলারের করোনা শনাক্ত হয়েছে।

 

হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি একজন চমৎকার তরুণী। এর আগেও তিনি করোনা পরীক্ষা করেছেন। কিন্তু আজ হঠাৎ করে তার করোনা পজিটিভ এসেছে।

 

ট্রাম্পের সংস্পর্শে না আসলেও মাইক পেন্সের সঙ্গে সময় কাটিয়েছেন ক্যাটি মিলার। বৃহস্পতিবার ট্রাম্পের একজন ব্যক্তিগত পরিচালক করোনায় পজিটিভ আসেন।

সর্বশেষ আপডেটঃ ১০:১৮ অপরাহ্ণ | মে ০৯, ২০২০