| রাত ১১:১৩ - শুক্রবার - ১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ২রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান মিগ-২৯

লোক লোকান্তরঃ  পাঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার ফের ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিমানের মহড়া চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

ভারতীয় বিমান বাহিনীর অন্যতম অস্ত্র হল মিগ-২৯ যুদ্ধবিমান। এর আগেও একাধিকবার এই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

 

সংবাদসংস্থা পিটিআই সূত্রের বরাতে এনডিটিভি জানায়, পাঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯। তবে বিমানটির পাইলট নিরাপদে আছেন। দুর্ঘটনার ঠিক আগে রেসকিউ হেলিকপ্টার নিয়ে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

 

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেই কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে।

 

ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

 

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয় সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমান। বোম্বিং মিশনে যাওয়া অন্য জেট প্লেনের এসকর্ট হিসেবেও ব্যবহৃত হয় এটি।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৩ অপরাহ্ণ | মে ০৮, ২০২০