| সকাল ৯:৫৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনার মধ্যেও জুয়ার আসর, ভেঙে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

লোক লোকান্তরঃ  মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন লোকডাউন পরিস্থিত তখন জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো জুয়ারির। এমন সময় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী জুয়ার আসর ভেঙে দিয়েছে। তখন জনতার পিটুনির মুখে জুয়ারিরা পালিয়ে যায়।

 

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের ডুমাইল এলাকায় ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ, দত্তেরবাজার ও উস্থি ইউনিয়নের মধ্যবর্তী স্থান উস্থি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের ডুমাইল বনের (বন্দের) ব্রিজের পাশে দত্তের বাজার ইউনিয়নের কণ্যা মন্ডল গ্রামের ত্রিপাল বিছিয়ে দীর্ঘ দিন যাবত পাশাপাশি দুটি জুয়ার আসর চালিয়ে আসছিল।

 

এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়া ছাড়াও চুরিসহ অপরাধ প্রবণতা বেড়ে যায়। স্থানীয় লোকজন প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি।

 

পরে মঙ্গলবার বিকেলে পাঁচবাগ, দত্তেরবাজার ও উস্থি ইউনিয়নের স্থানীয় লোকজন একত্রিত হয়ে জুয়ারিদের ধাওয়া করে আসরটি ভেঙে দেয় ও কয়েকজনকে পিটুনি দেয়।

 

জুয়ারিরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন জুয়ার আসরের উপকরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪২ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০২০