ময়মনসিংহে বাবুর্চির করোনা, আশপাশের এলাকায় লাল পতাকা

লোক লোকান্তরঃ ময়মনসিংহের এক বাবুর্চি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ফলাফল আসে সে কোভিড-১৯ পজেটিভ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ছিলেন ঐ বাবুর্চি। তিনি ত্রিশাল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
তিনি জানান, ওই বাবুর্চির কোনো করোনার লক্ষণ ছিল না। সোমবার সকালে সে অফিসে এসেছে, বাড়িতে গিয়ে জমির ধানও কেটেছে। গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ফলাফল আসে সে কোভিড-১৯ পজেটিভ।
ত্রিশালের ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চির করোনাভাইরাস পজেটিভ হওয়াই তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এরই পরিপ্রেক্ষিতে ত্রিশাল উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের এলাকাকে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।