| রাত ১০:৩২ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাস তিনেক আর একটু ধৈয্য করুন: নেতাকর্মীদের মওদুদ

লোক লোকান্তরঃ   বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এখন সময় এসেছে, প্রতিবাদ জানানোর। এই প্রতিবাদ শুধু মানববন্ধন ও সেমিনারে সীমাবদ্ধ রাখলে হবে না।

 

এখন ভয়ভীতি ও শঙ্কাকে উপেক্ষা করে প্রতিবাদ এবং প্রতিরোধের নতুন পথ খুঁজে বের করতে হবে, সেটাও হবে। আর একটু অপেক্ষা করেন। আর মাসেক তিনেক ধৈর্য ধরেন।’

 

রবিবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শফিউল বারী মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী আছে র‌্যাব, পুলিশ ও বিজিবির জন্য, সরকারের প্রশাসন ও তাদের ক্ষমতার জন্য। কিন্তু এটা খিন্ন হয়ে আসবে। আর জনগণের গণজোয়ার দেখে তখন এই প্রশাসন, পুলিশ ও বিজিবি আসতে আসতে সরে পড়বে।’

 

আমরা মুক্ত বেগম খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন করবো জানিয়ে তিনি বলেন, ‘আমরা মুক্ত বেগম জিয়াকে নিয়ে নির্বাচন করে জয়লাভ করবো। কারণ দেশের মানুষ এখন অপেক্ষায় আছে।’

 

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘খুলনা নির্বাচনে যদি কোনো রকমের অনিয়ম হয় এবং কেন্দ্র দখল করে যদি ভোট চুরি ও ডাকাতি করে নির্বাচন সম্পূর্ণ করা হয়, তাহলে সেই নির্বাচনকে আমরা (বিএনপি) প্রত্যাখান করবো। সেই নির্বাচনের বিরুদ্ধেও আমরা আন্দোলন করবো। আর খুলনার ভোটারাও একটি সক্রিয় কর্মসূচি গ্রহণ করবে।’

 

গাজীপুরের জোয়ারে চেয়ে খুলনা সিটি নির্বাচনে আর বেশি জোয়ার উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে। ঢাকা এবং বিভিন্ন অঞ্চল থেকে সাদা পোশাকে এজেন্ডদের পাঠানো হচ্ছে সরকারের কিছু কিছু কর্মকর্তাদের- কেন্দ্র দখল করে ব্যালট ব্যাক্সে ভুয়া ব্যালট পেপার ঢুকানোর জন্য। কারচুপি করবে, কেন্দ্র দখল করবে এবং বিএনপির এজেন্ডদেরকে ভোট কেন্দ্রে আসতে দেবে না। এবং ভয়-ভীতি দেখিয়ে গত তিন দিন তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি।’

 

গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গাজীপুরে যে গণজোয়ার। এই গণজোয়ার আগামী সাধারণ নির্বাচনেও আসবে। আর আওয়ামী লীগ সেই গণজোয়ারে ভেসে যাবে। কেউ রক্ষা করতে পারবে না।’

 

আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৪:৩২ অপরাহ্ণ | মে ১৩, ২০১৮