| বিকাল ৩:৩৮ - বুধবার - ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

অবৈধভাবে দেশে আসার পথে আটক ৭৫টি ভারতীয় উটপাখির বাচ্চা

লোক লোকান্তরঃ  সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসার পথে ৭৫টি উটপাখির বাচ্চা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় বেশ কিছু সোনার গহনাও জব্দ করা হয়।

 

জব্দকৃত সোনার গহনার মধ্যে রয়েছে- ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি। শনিবার ভোররাতে সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এসব উদ্ধার করা হয়।

 

বিজিবি- ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মশাখরা সীমান্ত থেকে ভোররাতে ৭৫টি উটপাখির বাচ্চা ও সকালে কুশখালী থেকে বেশ কিছু সোনার গহনা জব্দ করা হয়েছে। সোনার গহনাগুলো জুয়েলার্সে নিয়ে ওজন ও দাম নির্ধারণ করা হবে।

 

আটক উটপাখির বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে পরীক্ষা-নিরীক্ষা জন্য পাঠানো হয়েছে বলে বিজিবির ও কর্মকর্তা।

সর্বশেষ আপডেটঃ ৩:২৭ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮