| রাত ১:১৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে, লাইব্রেরিয়ানের ২ দিনের রিমান্ড

লোক লোকান্তরঃ  বগুড়া সদরের এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল করার সঙ্গে জড়িত লাইব্রেরিয়ান ফারুক হোসেন বাবুর (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

পুলিশের আবেদনের প্রেক্ষিতে কর্মকর্তা সোমবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে এ মামলা তদন্তকারী কর্মকর্তা সোমবার বিকালে আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

 

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ওয়াদুদ আলী জানান, বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের সোলেমান হোসেনের ছেলে ফারুক হোসেন বাবু চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান। তিনি ২০১৬ সালে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বাবু কৌশলে এ দৃশ্য ভিডিও করে রাখে।

 

সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়। বর্তমানে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সহপাঠীরা এটি ফেসবুকে দেখার পর ক্ষুব্ধ হয়। তারা লাইব্রেরিয়ান বাবুর বিচারের দাবিতে গত ৮ এপ্রিল স্কুলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে।

 

সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে ছাত্রীর বাবা সদর থানায় বাবু, লিটনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই পুলিশ লিটনকে গ্রেফতার করে।

 

গত ১২ এপ্রিল অভিযুক্ত বাবু আদালতে আত্মসমর্পণ করলে জেলহাজতে পাঠানো হয়।

 

পুলিশ কর্মকর্তাদের ধারণা, ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে বাবু নিজেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল করেছে।

 

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই ভিডিওটি যাচাই করা হচ্ছে। এছাড়া অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৮