ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও লড়ির সংঘর্ষ, বাস খাদে পড়ে নিহত-৩ আহত-১৫
শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ: ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যাত্রীবাহী বাস ও ইট ভর্তি লড়ির মুখোমূখি সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। এতে মা-মেয়েসহ তিনজন নিহত এবং অপর ১৫জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে রাত সাড়ে আটটার দিকে সীমান্তবর্তী হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
এতে করে বিপরীত দিক থেকে আসা ইট ভর্তি লড়ির মুখোমূখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের অজ্ঞাত এক পুরুষ যাত্রী নিহত অপর ১৭জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মা ও তার শিশু কন্যাকে মৃত ঘোষনা করেন,এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহত ৮জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, হতাহতরা সকলেই বাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও লড়ি পুলিশ জব্ধ করেছে।