| বিকাল ৩:৩৭ - বুধবার - ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ১৪০ কেজি গাজা উদ্ধার, আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার-৩ (ভিডিও)

শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহঃ  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পল্লীতে পুলিশ অভিযান চালিয়ে ত্রিশ লক্ষ টাকা মূল্যের সাড়ে তিন মন গাজাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

 

রবিবার ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে জানান গোপন সূত্রে খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) পৃথক ভাবে উপজেলার মানকোন ইউনিয়নের বাদে মাঝিরা গ্রামে অভিযান চালিয়ে (স্থানীয় মেম্বার) ইউনিয়ন পরিষদের সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়াকে দেড় মন (৬০ কেজি) গাজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লার নেতৃত্বে পুলিশ একই গ্রামের বাবুল মেম্বারের সহযোগির বাড়ি তল্লাশী চালিয়ে দুই মন (৮০ কেজি) গাজাসহ মাদক ব্যবসায়ী কাওসার আলী(২২) ও সুরুজ আলীকে গ্রেফতার এবং মাদক আমদানীর কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এস এ নেওয়াজী পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কবি জয়িতা শিল্পী, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার জানান গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাকিঁ দিয়ে মাদক ব্যবসা করে আসছিল, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেঅবশেষে গতরাতেপুলিশের হাতে সাড়ে তিন মন গাজাসহ ধরা পড়েছে।

 

গ্রেফতারকৃতদের নামে মুক্তাগাছা থানাসহ জেলার অন্যান্য থানায় মাদকের একধিক মামলা রয়েছে। এব্যাপারে মাদক দ্রব্য আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

 

ভিডিওঃ

সর্বশেষ আপডেটঃ ৩:১৭ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৮