| বিকাল ৩:৩৬ - বুধবার - ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে সেমিনার(ভিডিও)

নিজস্ব প্রতিবেদকঃ   ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে ময়মনসিংহে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শসিবার দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে সেমিনারে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক খলিলুর রহমান।

 

এসময় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী সুশীল কুমার পাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী শওকত হোসেন, ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

সেমিনারে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সচিবগণ অংশগ্রহণ করেন।

 

ভিডিওঃ

সর্বশেষ আপডেটঃ ৮:৫৭ অপরাহ্ণ | মে ২০, ২০১৭