| রাত ১:৪৩ - শনিবার - ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ৩রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

লোক লোকান্তরঃ   যশোরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে খুলনা থেকে যাত্রীবাহী কোন ট্রেন ছেড়ে আসেনি।

বুধবার ভোরে সিংগিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভোর ৪টার দিকে যশোরের সিংগিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে আটকে আছে।

এদিকে এ দুর্ঘটনার পর সকালে খুলনা থেকে যাত্রীবাহী কপোতাক্ষ, বেনাপোল কমিউটার ও রূপসা এক্সপ্রেস কোন ট্রেন স্টেশন ছেড়ে আসেনি। লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেয়ার জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন আসছে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ ফের চালু হবে বলেও জানান সাইদুজ্জামান।

সর্বশেষ আপডেটঃ ১০:২৫ পূর্বাহ্ণ | অক্টোবর ১৯, ২০১৬