| সন্ধ্যা ৭:৫০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশ প্রেমকে সবার উপরে স্থান দিয়ে মেধাবীদের গড়ে উঠতে হবে–ত্রিশালে বিভাগীয় কমিশনার

 

ষ্টাফ রির্পোটারঃ আজকের মেধাবীরাই আগামী দেশ গড়ার কারিগর। মেধাবীদেরকে সৎ ও যোগ্য হিসেবে গড়ে তুলে দেশের জন্য এগিয়ে আসতে হবে। দেশপ্রেমকে সবার উপরে স্থান দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ার লৰ্যে নিজেকে তৈরী করতে হবে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশাল এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুর্বল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক শিৰা আব্দুল লতিফ, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন,ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান,ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার ভুমি আব্দুলৱাহ আল মামুন, ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনির্বজ্জামান,ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ঠ সভাপতি অমিত রায়, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, যমুনা টিভি বুরো চীফ হোসাইন শাহীদ প্রমূখ।অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ নুর্বল ইসলাম বলেন শুধু শিক্ষা অর্জন নয় বরং নৈতিকতা সহ আমাদের চরিত্র গঠনের মাধ্যমে সমাজকে সুন্দর করে গঠন করতে হবে। জঙ্গীবাদ সন্ত্রাসবাদকে সমুলে নির্মুলের লৰ্যে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারব। মাদক মুক্ত,সন্ত্রাস জুয়া মুক্ত দেশ গড়ার কারিগর হিসেবে আজকের মেধাবীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে।পরে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন জি পি এ ৫ প্রাপ্ত শিৰার্থীদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:০৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৬