| বিকাল ৪:৪৮ - রবিবার - ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

উদ্যোক্তাদের জন্য মার্ক জাকারবার্গের উপদেশ

লোকলোকান্তর ডেস্কঃ   বুধবার নিজের ফেসবুক পেজে ওয়াই কমবিনেটরের প্রেসিডেন্ট স্যাম আল্টম্যানের সঙ্গে একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। সেখানে বিভিন্ন সময় গ্রহণ করা ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন মার্ক। তিনি বলেন, ‘প্রচুর টাকা দিয়ে আমরা অকুলাস কিনেছিলাম। তবে আমি এখন ব্যাপারটা এভাবে দেখি—আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের ভেতরেই সেই কাজের দক্ষতা অর্জন করতে পারতাম, তবে হয়তো আমাদের এত টাকা দিয়ে কিনতে হতো না।’

তবে মার্ক এটাও স্বীকার করেন যে প্রতিষ্ঠান হিসেবে ভার্চ্যুয়াল রিয়েলিটিতে ভালো কিছু করতে পারার ক্ষমতা ফেসবুকের ছিল না। দক্ষতা অর্জন না করাটা তবু নিজের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি। কিছুটা দুঃখের সঙ্গেই হয়তো ৎ​বলেছিলেন, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কেউ সবকিছুর ঊর্ধ্বে নয়।

এ ছাড়া ইয়াহু যখন ১০০ কোটি ডলারে ফেসবুক কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, সে প্রস্তাব মার্ক ও আরেক সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিতজ ফিরিয়ে দিয়েছিল। সে সিদ্ধান্ত সঠিক হলেও পুরো ব্যবস্থাপনা পর্ষদ তাঁদের ওপর আস্থা হারিয়েছিলেন বলেও দুঃখ প্রকাশ করেন তরুণ এই উদ্যোক্তা।

উদ্যোক্তাদের জন্য উপদেশ
‘মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, যারা নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিতে চায়, তাদের জন্য আমার পরামর্শ কী হবে। আমার উপদেশ হলো, যত ভালো প্রতিষ্ঠানের কথা আমি জানি, তার সবগুলোই কোনো কিছু পরিবর্তনের চেষ্টা থেকে শুরু হয়েছে, শুধু প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত থেকে নয়। তাই নতুন কোনো কিছু প্রতিষ্ঠার ভাবনার চেয়ে বরং পৃথিবীতে কোন পরিবর্তনটা তুমি দেখতে চাও তার ওপর গুরুত্ব দাও। প্রতিনিয়ত সে চেষ্টায় সামনে এগিয়ে যাও।’
—মার্ক জাকারবার্গ

সর্বশেষ আপডেটঃ ৬:০৮ পূর্বাহ্ণ | আগস্ট ২০, ২০১৬