ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের র্যালীতে পুলিশের বাধা
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের হরিকিশোর রায় রোডস্থ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল আলম শামীমের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ে র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। তবে র্যালীটি শহর প্রদক্ষিনের আগেই পুলিশী বাধায় পরে। এরপর দলীয় কার্যালয়ে পুলিশ বেষ্টমীতেই র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কোষাধক্ষ্য রতন আকন্দ। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রিপন তালুকদার, আমিনুল ইসলাম আনিছ, রিয়াজ মিল্কী , মাহবুব আলম শামীম, মুক্তি, হেলাল মড়ল, উজ্জল, দীপু, হযরত, মোমা, রাশেদ, ইকবাল,সেলিম, রমজান, জুয়েল, নাজমুল, জামান, নূর ও আসাদসহ সংগঠনের নেতৃবৃন্দ।