| দুপুর ১২:৫৮ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাফল্য বজায় রেখেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ

মোঃ ওয়াহিদুল ইসলাম এইচএসসি, আলিম ও সমমানের ২০১৬ সালের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

এবার সব বোর্ড মিলে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছয় লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং পাঁচ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। আটটি বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯১ হাজার ৫৯১ ও এইচএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ দুই হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

তবে ময়মনসিংহ সদরে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১৬৮ জন। যার থেকে পাশ করেছে ১১৪৮ জন। পাশের হার ৯৮.২৯%।  জিপিএ- ৫ পেয়েছে ৪৬৫ জন।

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কৃৃষিবিদ একেএম আব্দুর রফিক বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমাদের কলেজ ভালো ফলফল করেছে। এ ফলাফলে আমি আনন্দিত। ‘শিক্ষক ও শিক্ষার্থীদের সন্মেলিত প্রচেষ্টায় আমাদের এ সফলতা অর্জিত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:০৪ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০১৬