| বিকাল ৪:৪৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বারহাট্টা ছাত্রলীগের সভাপতিসহ তিনজন গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহসিন মিয়াসহ তিনজনকে বুধবার ও বৃহস্পতিবার ইয়াবা ট্যাবলেটসহ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। অন্যরা হচ্ছে মোহনগঞ্জের কমল মিয়া ও সুমন মিয়া। পুলিশ তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন মিয়া সহযোগি কমল মিয়াকে নিয়ে মোহনগঞ্জ-ধর্মপাশা ব্রীজের উত্তর পার্শ্বে বুধবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় মহসিন মিয়ার কাছ থেকে ৬পিস ইয়াবা উদ্ধার করে। অন্যদিকে জেলার মোহনগঞ্জের মাইলোরা গ্রামে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি মো মেজবাহ্‌ উদ্দিন আহম্মেদ ও ধর্মপাশা থানার ওসি মো.গোলাম কিবরিয়া উভয়েই জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৪ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৬