| সকাল ১১:৫০ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে তিন দিনব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

 

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
“অর্থ পুষ্টি স্বাস’্য চান,দেশী ফল বেশী খান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ফলদ বৃক্ষমেলা ২০১৬ উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার উপজেলা পরিষদের সহযোগিতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপি এ মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্‌ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন, উপজেলা স্বাস’্য প্রশাসক ডা:হেলাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ইসহাক আলী, উপজেলা কৃষি অফিসার মো: ইমর্বল কায়েস, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৪ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৬