| রাত ৯:৪৫ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নগর উন্নয়নে সন্তান বা ভাই হিসেবে আমৃর্ত্যু পর্যন্ত কাজ করার প্রত্যয় মেয়র টিটু’র

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০১৬, বুধবার
প্রাচীনতম ময়মনসিংহ নগরীকে পরিবর্তনশীল উন্নয়নের লৰ্যে সকলের সহযোগীতায় সন্তান বা ভাই হিসেবে আমৃর্ত্যু পর্যন্ত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ পৌরসভার প্রতিশ্র্বতিশীল মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মঙ্গলবার (১৬ আগষ্ট) রাতে নগরের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে নগর দারিদ্র হ্রাসকরণ প্রকল্প (ইউপিপিআর)’র ময়মনসিংহ পৌরসভা সিডিসি সঞ্চয় ও ঋণ কার্যক্রমের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিজেদের পরিবর্তনে আন্তরিক না হলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় বলে উলেৱখ করে মেয়র টিটু বলেন, সিডিসি’র মাধ্যমে একেকটি পরিবার তথা সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও স্বাবলম্বী করছে সিডিসি’র কর্মীরা। ইউপিপিআর প্রকল্পের ময়মনসিংহ পৌরসভা সিডিসি সঞ্চয় ও ঋণ কার্যক্রমের আওতায় নগরের ২১টি ওয়ার্ডের ৭টি সিডিসি ক্লাষ্টারের মাধ্যমে প্রায় এক হাজার ৯৫টি পরিবার স্বাবলম্বী হয়ে সমাজকেও পরিবর্তনশীল উন্নয়নের লৰ্যে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, শুধু আর্থিকভাবে নয়, নিজেরা পরিবর্তন হয়ে সমাজকেও পরিবর্তনের পাশাপাশি সমৃদ্ধশালী ও স্বনির্ভর জাতি গঠনে কাজ করার আহবান জানিয়ে বলেন- আমি শতভাগ না পারলেও আমি আপনাদের সন্তান বা ভাই হিসেবে নগর উন্নয়নের পাশাপাশি দারিদ্রতামুক্ত সমাজ গঠনে আমৃর্ত্যু পর্যন্ত কাজ করে যাবো। বার্ষিক মতবিনিময় সভায় সিডিসি ফেডারেশনের সভাপতি শামীমা চৌধুরীর সভাপতিত্বে ক্লাষ্টার এস এম সাজেদুল হাসান ও নজর্বল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তারিকুল আলম, প্যানেল মেয়র মোঃ নজর্বল ইসলাম, কাউন্সিলর আলহাজ্ব গোলাম রফিক দুদু, মোঃ শরাফ উদ্দিন, জামাল হোসেন রোজ, দুলাল উদ্দিন দুলাল, লিয়াকত হোসেন, সংরৰিত কাউন্সিলর আতিয়া মনসুর, খোদেজা আক্তার ফকির, হামিদা পারভীন, রোকশানা পারভীন কাজল, রোকেয়া হোসেন, রোকশানা শিরীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রমের আওতায় স্বাবলম্বী পরিবারের কয়েকজন সদস্যরা অন্ধকার থেকে আলোতে ফিরে আসার গল্প শোনায় অতিথিসহ আমন্ত্রিত সকলকে । মতবিনিময় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।

সর্বশেষ আপডেটঃ ১০:৫৪ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০১৬