গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষাার্থীর মৃত্যু, আহত ১

গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাগলা শেখ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অললী গ্রামের কালাম মিয়া ছেলে নাঈম (১২) ঘটনাস’লে মারা যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে চাচাতো শান্ত গুর্বতর আহত হয়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামে।
জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের আহেদ আলীর বাড়ি থেকে প্রতিবেশী কালাম মিয়া বিদ্যুৎ সংযোগ নেন। গত মঙ্গলবার বাড়ির সংযোগ তারটি ছিঁড়ে পুকুরে পড়ে যায়। পরে রাতে নাইম বিদ্যুতের ছেঁড়া তার পুকুর থেকে উঠাতে চাইলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস’লেই সে মারা যায়।
আজহারল হক