উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আগামিকাল

ঢাকা, ১৭ আগস্ট ২০১৬ (বাসস) : ২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামিকাল প্রকাশিত হবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আগামিকাল দুপুর ১টায় শিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল সম্পর্কে অবহিত করবেন।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার কেন্দ্র থেকে তাদের ফলাফল জানতে পারবে। পাশাপাশি, ইন্টারনেটে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, এবছর ৮ হাজার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করে। মোট পরীক্ষার্থীর মধ্যে- ৬ লাখ ৫৪ হাজার ১১৪জন ছেলে এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন মেয়ে।