| বিকাল ৩:৫৮ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ২ জন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ জেলার কোতোয়ালী ও ফুলপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ০২ জন গাঁজা ব্যবসায়ী মোঃ কামাল হোসেন(৪৫) ও  শ্রী শান্তি দেবী চৌহান (৬০)কে গাঁজাসহ আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম।
আজ সোমবার দুপুরে পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ুম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।
রবিবার রাতে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী কামালকে কোতোয়ালী থানাধীন দড়ি কুষ্টিয়া মুন্সিপাড়া থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ এবং শান্তি দেবীকে ফুুলবাড়ীয়া থানাধীন পুরাতন গরুহাটা এলাকা হইতে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও ফুলবাড়ীয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১০ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৬