| দুপুর ১:৪৩ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ৩ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৩ গাঁজা ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সিরাজুল ইসলাম (২৯), মো. রেজাউল ইসলাম (৩২) ও মো. মানিক (২৩)।

রোববার সকাল ১০টায় তাদের গাঁজাসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-২ এর ইন্টিলিজেন্স টিম। পরে দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নয়ন এ দণ্ডাদেশ দেন। এদের মধ্যে সিরাজুলকে ১ বছর, রেজাউলকে ৩ মাস ও মানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৯ পূর্বাহ্ণ | আগস্ট ১৫, ২০১৬