ট্রলার ডুবিতে নিহত নিকলীর ৫ নারী আনসারদের অনুদান প্রদান

খাইরুল মোমেন স্বপন, নিকলী প্রতিনিধিঃ রবিবার সকাল সাড়ে ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জন সচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণসহ বিভিন্ন বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন কিশোরগঞ্জ জেলা প্রসাশক মো. আজিমুদ্দিন বিশ্বাস। সভা শেষে দায়িত্বরত অবস্থায় প্রান হারানো নিকলীর ৫ নারী আনসার সদস্যের প্রতি পরিবারকে সাড়ে ৫লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রসাশক। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভ’ইয়া, অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন প্রমূখসহ উপজেলার সরকারী বেসরকারী পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, ৭ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন প্রতিষ্টান প্রধানগণ।।
গত ২৮ মে জেলার মিটামইন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষে পরদিন ২৯ মে ভোরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রলার ডুবিতে নিহত হয় সাবিনা(৪২), বিউটি(৪০),হাসনা আরা(৩৮), নুমেনা(৪০) ও আম্বিয়া (৩৫) নামের নিকলী উপজেলার ৫ নারী আনসার। এ ঘটনায় নিহতদের সৎকারে এবং অসচ্ছল পরিবারগুলিকে তৎকালীন নগদ অর্থ ও চাল অনুদান দেয়া হয়েছিলো। সেই সময়ে সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল এ অনুদান স্বজনদের হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস।