ময়মনসিংহে শিক্ষার্থী জনম হত্যার ঘটনায় আটক ১

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায় এক কলেজ ছাত্র সামিউল আলম জনম’কে কুপিয়ে হত্যর ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, ছাত্র হত্যার ঘটনায় অনিক নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের খুব শিগগির আটক করা হবে। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য সব ধরনের চেষ্টা করবে পুলিশ।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে সোয়া ৮টার সময় জনম নিজ বাড়ির কাছেই রাস্তায় বসা ছিল। এ সময় মোটরসাইকেলের আলো তার শরীরে পড়ায় সে প্রতিবাদ করে। এতেই ক্ষুব্ধ হন রাকিব, তার ভাই আকিব, তাদের মা-বোন ও বোনজামাই। তিনি আরো জানান, ঘটনার পর থেকেই রাকিব-আকিবের পরিবার পলাতক। পুলিশ তাদের বাড়িটি সিলগালা করে দিয়েছে।
এব্যপারে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা মুদি দোকানি লিটন বাদী হয়ে একটি মামলা করেছেন।
এদিকে বিকেলে শহরের চরপাড়া লাশকাটা ঘরের সামনে জনম হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।