| রাত ৯:৩৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন ঃ ওয়ান স্টপ সেবা চালু

১৩ আগস্ট ২০১৬, শনিবার

শনিবার সকালে মুক্তাগাছা উপজেলা সদরে উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খান। প্রায় এক কোটি টাকা ব্যায়ে চারতলা ফউন্ডেশনের বর্তমানে দু’তলা ভবন নির্মিত হয়েছে।
এই ভবনে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়, ভেটেরিনারি হাসপাতাল, কৃত্রিম প্রজনন কেন্দ্র, প্রশিৰণ কেন্দ্র ও ডরমেটরি রয়েছে। এখানে প্রাণি সম্পাদ বিভাগীয় ওয়াপন স্টপ সেবা চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আক্তার উদ্দিন। বিশেষ আতিথি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হার্বনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়েন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাবন মোর্শেদ ও প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম শাহীন।####

সর্বশেষ আপডেটঃ ৯:২২ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬