হোসেনপুরে এক জুয়ারির জেল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুরে জুয়া খেলার অপরাধে কিবরিয়াতুল হাসান তুষার নামে এক জুয়ারিকে ৭দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার চরপিতলগঞ্জ এলাকায় মন্নান মিয়ার জমিতে জুয়া খেলার সময় থানা পুলিশ তাকে আটক করে। শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আবদুলৱাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।