ময়মনসিংহে ‘দৈনিক জনতা’ প্রতিনিধি কল্যাণ সমিতি গঠন জালাল মন্ডল সভাপতি, ফজলে রশিদ সম্পাদক
‘দৈনিক জনতা’ পত্রিকার ময়মনসিংহের বিভিন্ন উপজেলার কর্মরত প্রতিনিধিদের নিয়ে ‘দৈনিক জনতা’ প্রতিনিধি কল্যাণ সমিতি নামে একটি সংগঠন করা হয়েছে। গতকাল ১৩ই আগষ্ট শনিবার ময়মনসিংহ সিটি প্রেস ক্লাব হল রুমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের নাম এবং দৈনিক জনতার ময়মনসিংহ জেলা প্রতিনিধি সিরাজুল হক সরকারকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নান্দাইল উপজেলা প্রতিনিধি জালাল মন্ডলকে সভাপতি ও ত্রিশাল উপজেলা প্রতিনিধি এস.এম ফজলে রশিদ কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি গোলাম ফারুক, সহ-সম্পাদক হালুয়াঘাট প্রতিনিধি জোটন চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক গৌরিপুর উপজেলা প্রতিনিধি শেখ মোঃ বিপ্লব, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি এস.এইচ কাইয়ুম অর্থ ও দপ্তর সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রতিনিধি তৌকির আহমেদ শাহীন তথ্য প্রচার সম্পাদক, সম্মানিত সদস্য যথাক্রমে ভালুকা প্রতিনিধি তমাল কান-ী সরকার, ফুলপুর প্রতিনিধি অনুপ চক্রবর্তী ফুল, ধোবাউড়া প্রতিনিধি ইকবাল বাহার মানিক।