আন্তর্জাতিক যুব দিবস-১৬ উপলক্ষে ময়মনসিংহে ইউবিআর-২ বাপসার র্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
যুব নেতৃত্বে টেকসই উন্নয়ন, “২০৩০ এর পথে দারিদ্র্য বিমোচনে ব্যয় এবং উন্নয়নের ক্ষেত্রে স’ায়িত্বশীলতা অর্জন” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস-১৬ উপলক্ষে ইউবিআর-২ বাপসার উদ্যোগে ময়মনসিংহে র্যালী ও আলোচনা সভা, হেলথ ক্যাম্প, যুব দিবসের তাৎপর্য নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী কর্মসুচীর মধ্যে সকাল ১১ টায় শহরে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন সানফ্লাওয়ার আইডিয়াল হাইস্কুল সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, ও ইউবি আর-২ বাপসার কর্মকর্তা ও ইয়ুথ ভলেনটিয়াররা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সানফ্লাওয়ার আইডিয়াল হাইস্কুলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিৰক আবদুল হাসিমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো ফয়েজ উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাপসার উপজেলা ম্যানেজার এ,এ,এম মাহমুদুল হক, সংস্থার সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন বাপসার এসআরএইসআর ও ট্রেইনার পিংকু পাল। আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক মতিউল আলম, স্কুল শিক্ষক, ইউবিআর-২ বাপসার ইয়থ অর্গানাইজার মোঃ সুজন মিয়া, স্কুলের ২জন শিৰার্থী। আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া দিনব্যাপী কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস’্য সুরৰায় হেলথ ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ইউবিআর-২ বাপসার কর্মকতা-কর্মচারী ও ইয়থ অর্গানাইজারগণ প্রতিটি কর্মসুচীতে অংশ নেন। ##