| বিকাল ৪:৫৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের ঝিনাইগাতীতে জেএমবির দুই সদস্য আটক

শেরপুর সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এঁরা হলেন উপজেলার চকপাড়া গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২০)। আজ ১৩ আগস্ট শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় পুলিশ তাঁদের নিকট থেকে জিহাদী বইসহ জেএমবির বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) জব্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেএমবির তৎকালিন শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের খাদেম হিসেবে পরিচিত সাদ্দাম গাজীপুর জেলার জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইগাতীতে আসার সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে তাঁকে (সাদ্দাম) আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে জেএমবির আরেক সদস্য আমিনুলকেও আটক করে পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শিকদার আজ শনিবার বিকেলে বলেন, আটক সাদ্দাম ও আমিনুলের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬