| বিকাল ৪:০১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে–তারাকান্দায় শরীফ আহমেদ এম.পি

রফিক বিশ্বাস ঃ ১৩ আগস্ট ২০১৬, শনিবার
সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবারের যুবক, তর্বণ নিখোঁজ থাকলে প্রশাসনকে অবগত করে জঙ্গি, সন্ত্রাস দমনে প্রতিটি অভিভাবক অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  শনিবার ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স’ানীয় ডাকবাংলা প্রাঙ্গনে সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি শরীফ আহমেদ এম.পি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মাজহারুল হক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, মেজবাউল আলম র্ববেল চৌধুরী, , ইউ.পি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মশিউর রহমান রিপন, বাবু মদন চন্দ্র সিংহ, রেজাউল করিম দুদু, তারাকান্দা শিৰক সমিতির সভাপতি বাবুল মিয়া সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজর্বল ইসলাম নয়ন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ সভাপতি বিলৱাল হোসেন চৌধুরী।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬