| রাত ১২:১৭ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় উপজেলা পরিষদ ও ইউএনও বাসভবন উড়িয়ে দেয়ার নাটক ॥ আটক-৪

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ মোবাইল ফোনে ভালুকা উপজেলা পরিষদ কার্যালয় ও নির্বাহী অফিসারের বাসভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে ৪জনকে আটক করেছে ভালুুকাা মডেল থানা পুলিশ।
ভালুুকা মডেল থানার অফিসার ইনর্চাজ মামুন অর রশিদ জানান, ফোনের কল লিস্টের সূত্রে ধরে মামলার তদন- কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক ফয়েজুর রহমান উপজেলার খারুয়ালী গ্রাম থেকে ওই গ্রামের কালা মন্ডলের ছেলে মফিজ উদ্দিন (৩০),তফির উদ্দিনের ছেলে সুজন খান(২৫), ভালুকা পৌর সভার ৮নং ওয়ার্ডের েবাসিন্দা আঃ কুদ্দুছের ছেলে শওকত(২৬) ও প্রবাসী রতন মিয়ার স্ত্রী ফারহানা আক্তার (২৬) আটক করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ফারহানা আক্তারের স্বামী বিদেশ থাকায় সে মফিজ ও শওকতের সাথে চুটিয়ে পরক্রিয়া প্রেম করে আসছিল। প্রেমিক মফিজ অপর প্রেমিক শওকত কে ফাঁসাতে এ ঘটনা ঘটান বলে জানা যায়।

সর্বশেষ আপডেটঃ ৮:২২ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬